ডিয়েগো ম্যারাডোনা সম্প্রতি সাবেক প্রেমিকার বিরুদ্ধে চুরির অভিযোগও এনেছেন। এমনকি এই অভিযোগে মামলাও করলেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়ার সঙ্গে গোপন যোগাযোগ আছে, এমন সন্দেহে প্রেমিকা রোসিও অলিভার সঙ্গে সম্পর্ক হুট করে চুকিয়ে ফেলেছিলেন তিনি।
এই মাসের মাঝামাঝিতেই অলিভার সঙ্গে সম্পর্কের ইতি টেনেছিলেন ম্যারাডোনা। দুবাই থেকে একাই আর্জেন্টিনায় ফিরে গিয়েছিলেন অলিভা। যাওয়ার সময়ই ঘড়ি ও অলংকার চুরি করেছেন তিনি। অন্তত ম্যারাডোনা এমনটাই মনে করছেন। দুবাইয়ের বাড়ি থেকে যেসব জিনিস খোয়া গেছে, সেগুলোর মূল্য আড়াই লাখ পাউন্ডেরও বেশি।
চুরির অভিযোগে আদালতের কাঠগড়াতেও দাঁড়াতে হতে পারে আর্জেন্টাইন কিংবদন্তির সাবেক প্রেমিকাকে। তাই অলিভাকে আর্জেন্টিনা থেকে আবার দুবাইয়ে আনার চেষ্টা করবেন ম্যারাডোনার আইনজীবীরা।