উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচ দিয়েই। ন্যু ক্যাম্পে আজ মধ্যরাতে মুখোমুখি হচ্ছে দুই দল। অন্যদিকে একই সময়ে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ।
চার বছর আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড এবং বায়ার্ন মিউনিখ। অ্যালাঞ্জ এরিনাতে সেবার ম্যানইউ পরাজিত হয়েছিল ২-১ ব্যবধানে। তবে ওল্ড ট্র্যাফোর্ডে জিতেছিল ৩-২ ব্যবধানে। অ্যাওয়ে গোলের হিসেবে সেবার সেমিফাইনালে পৌঁছেছিল বায়ার্ন মিউনিখ। আবারও সেই ম্যানইউর মুখোমুখি হতে যাচ্ছে বায়ার্ন মিউনিখ। নাহ্, ঠিক হলো না। সেই ম্যানইউ কোথায়! ফার্গুসনের বিদায়ের সঙ্গেই ম্যানইউর আকাশে দেখা দিয়েছে কালো মেঘ। ২০১০ সালে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার কোনো সামর্থ্যই নেই রেড ডেভিলদের। অন্যদিকে পেপ গার্ডিওলার অধীন বায়ার্ন মিউনিখ আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। গতবার প্রথম জার্মান ক্লাব হিসেবে ট্রেবল জয় করে রেকর্ড গড়েছিল বায়ার্ন। চলতি মৌসুমেও এই সুযোগটা আছে তাদের। এরই মধ্যে বুন্দেস লিগা জয় করেছে। জার্মান কাপের শিরোপা থেকেও মাত্র দুই ধাপ দূরে।
এদিকে বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদ দ্বৈরথটা এবারের লা লিগায় সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে ভক্তদের মধ্যে। মৌসুমের দুটো এল ক্লাসিকোতেই বার্সেলোনার জয় কাতালানদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে। রিয়াল মাদ্রিদ পিছিয়ে আছে অনেকটা। তবে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে গত তিনটা লড়াইয়ে ফলাফল ছাড়াই মাঠ ছাড়তে হয়েছে বার্সেলোনাকে। এর মধ্যে সুপার কাপে ন্যু ক্যাম্পে কাতালানদের সঙ্গে গোল শূন্য ড্রও করেছিল অ্যাটলেটিকো। কোয়ার্টার ফাইনালে দুই স্প্যানিশ ক্লাবের লড়াই। এর অর্থই হচ্ছে সেমিফাইনালে সর্বোচ্চ দুটি ক্লাব থাকতে পারে স্পেনের। দেখা যাক, বার্সেলোনা-অ্যাটলেটিকো লড়াইয়ে জয়ী হয় কারা। অবশ্য জয়ী দল লা লিগার শিরোপা জয়ের জন্যও মানসিকভাবে এগিয়ে থাকবে।