টাইগারদের ভরাডুবির শেষ নেই। তবু পুরো দেশ এখন ক্রিকেট জোয়ারে ভাসছে। ঢাকায় আজ দুটি ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের লড়াই শেষ হবে। ৩ ও ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে দুই সেমিফাইনাল। এরপর ৬ এপ্রিল ফাইনাল। বাংলাদেশ না থাকলেও এবার টি-২০ বিশ্বকাপে কে চ্যাম্পিয়ন হবে এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনার শেষ নেই। ক্রিকেট উন্মোদনার মধ্যেও মধুমতি ব্যাংক স্বাধীনতা কাপ ফুটবল শুরু হয়েছে। এ শুরু নিয়ে কেউ কেউ আবার বিরক্ত। তাদের কথা ফুটবলে এমনিতেই গ্যালারি থাকছে ফাঁকা। সেখানে টি-২০ বিশ্বকাপ চলা অবস্থায় টুর্নামেন্ট নামানোর যুক্তি কি? বাফুফের এক কথা, বিশ্বকাপের সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই। তাছাড়া এ শিডিউল আরও আগে করা। এখন দর্শক হোক বা না হোক শিডিউল মানতে হবে। তা না হলে পেশাদার লিগে দ্বিতীয় পর্বে ব্যাঘাত ঘটবে।
টি-২০ বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামছে। পারফরম্যান্স যতই খারাপ হোক না কেন, নিজ দেশের খেলা দেখতে মিরপুর যে ভরপুর থাকবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এ অবস্থায় মোহামেডান-আবাহনীর ম্যাচ হলেও বঙ্গবন্ধু স্টেডিয়াম ফাঁকা থাকত। সেখানে আজ স্বাধীনতা কাপ ফুটবলে প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে টিম বিজেএমসি ও ব্রাদার্স ইউনিয়ন। দুদলের শক্তি প্রায় সমান হওয়াতে কে শেষ চারে ঠাঁই পাবে বলা মুশকিল।