'তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম-২০১৪'র প্রথম পর্বের মাসব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান রবিবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শেষ হয়েছে। এ অনুষ্ঠানে বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) এ বি এম রুহুল আজাদ প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করেন। মোট ২৩০ জন বাছাইকৃত ক্ষুদে ক্রীড়া প্রতিভাকে আরচ্যারি, অ্যাথলেটিক্স, ক্রিকেট, জিমন্যাস্টিক্স, জুডো, সাঁতার, শুটিং এবং টেনিসে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।