সংগ্রহ মাত্র ১৩৩ রান। টি-২০ ক্রিকেটের জন্য মামুলি এই সংগ্রহের পর জয় নিয়ে মাঠ ছাড়ার স্বপ্ন খুব কম দলই দেখে। তাছাড়া নেদারল্যান্ডের মতো নবীন দলের প্রতিপক্ষ যদি পরদাদার বয়সী ইংল্যান্ড হয়, তাহলে তো কথাই নেই। কিন্তু পাকিস্তানের পাঞ্জাবে জন্ম নেওয়া ডাচ ক্রিকেটার মুদাসসার নজর বিস্ময়ের জন্ম দিলেন। যেমন বিস্ময়ের সৃষ্টি করেছিল ডাচ ব্যাটসম্যানরা প্রথম রাউন্ডে আয়ারল্যান্ডকে দুর্দান্তভাবে হারিয়ে। ১৯০ রানের লক্ষ্যে পৌঁছেছিল তারা মাত্র ১৩.৫ ওভারে! ১৩৩ রানের সংগ্রহ নিয়ে ইংলিশ ব্যাটসম্যানদের সয়লাবের মুখে বাধ দেওয়া সহজ কাজ ছিল না। কিন্তু কাজটা পানির মতো সহজ করে তুলেন পাকিস্তানি বংশোদ্ভূত মুদাসসার বুখারি। লাম্ব এবং হ্যালসকে ১৯ রানের মধ্যে আউট করে স্বপ্ন দেখাতে শুরু করেন ডাচদের। এই স্বপ্নে সঙ্গী হন ফন বিকও। মাত্র ৯ রানে ৩ উইকেট শিকার করেন বিক। তবে নেদারল্যান্ডকে জয়ের রথে তুলে দিয়েছিলেন মুদাসসারই। শেষদিকে ইংলিশ অধিনায়ক স্টুয়ার্ট ব্রডের উইকেট শিকার করে শেষ পেরেট ঠুকেছিলেন তিনিই। তাছাড়া একটা রানআউট (ব্রেসন্যান) করে ইংলিশ ইনিংসের প্রধান ঘাতক হয়ে উঠেন মুদাসসার। সবমিলিয়ে ৩.৪ ওভার বোলিং করে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট শিকার করে ম্যাচ সেরার পুরস্কার জিতেন তিনিই।