চোট পাওয়ায় মাশরাফির বিন মুর্তজার জায়গায় বাংলাদেশ দলে নেয়া হয়েছে তরুণ পেসার তাসকিন আহমেদকে। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দলে এই পরিবর্তনের বিষয়টি অনুমোদন করার কথা জানায় আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি।
মঙ্গলবার গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে ১৮ বছর বয়সী তাসকিনের।
পাকিস্তানের বিপক্ষে রবিবার ম্যাচে হাঁটুতে চোট পান মাশরাফি।