বাংলাদেশ ম্যাচটা জিতলে নির্ঘাত ম্যাচ সেরার পুরস্কার পেতেন সাকিব আল হাসান। ১৫৩ রানের সংগ্রহে সাকিবের অবদান ৫২ বলে ৬৬ রান। তবে টাইগারদের অধরাই থেকে গেছে জয়টা। গতকাল অস্ট্রেলিয়া বিশ্বকাপে বিদায়ী ম্যাচটা জিতেই মাঠ ছাড়ল। এ জয়ে অস্ট্রেলিয়ার পক্ষে অবদান রেখেছেন অনেকেই। তবে অ্যারন ফিঞ্চ ছাড়িয়ে গেছেন সবাইকে। মাত্র ৪৫ বলে ৭১ রান করে অস্ট্রেলিয়াকে শক্ত ভিত এনে দিয়েছিলেন তিনি। এই ইনিংসের পথে তিনি ৭টি চার ও ৪টি ছক্কা মেরেছেন। বাংলাদেশের বোলারদের সব যোগ্যতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওয়ার্নারকে সঙ্গে নিয়েই অস্ট্রেলিয়াকে জয়ের রথে তুলে দেন ফিঞ্চ। তাকে সঙ্গ দিয়েছেন ডেভিড ওয়ার্নার। তবে ওয়ার্নারের ৩৫ বলে করা ৪৮ রান অস্ট্রেলিয়া ইনিংসে প্রভাব রাখলেও সেরা হতে পারেনি। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত তিনটি দলের কাছেই লজ্জাজনক হারের কবলে পড়েছে টি-২০ বিশ্বকাপে অন্যতম ফেবারিট অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে জয়টা তাদের বিদায় বেলায় সান্ত্বনার প্রলেপ হতে পারে। এই প্রলেপ এনে দিয়েছেন অ্যারন ফিঞ্চ। ম্যাচ সেরার পুরস্কারটাও গেছে তারই দখলে। বিদায়ী ম্যাচে অন্তত একটা সুখকর অনুভূতি নিয়ে দেশে ফেরার সুযোগ পেলেন ফিঞ্চ।