নতুন অধিনায়ক
টি-২০ বিশ্বকাপে ভরাডুবিতে বাংলাদেশ দলে ব্যাপক পরিবর্তন হচ্ছে তা নিশ্চিতই বলা যায়। বিসিবি ইতোমধ্যে নতুন কোচের সন্ধানে নেমেছে। শুধু তাই নয়, আগামী সিরিজে নেতৃত্বেও পরিবর্তন আসতে পারে। সত্যিই যদি তা হয় মুশফিকের পরিবর্তে নতুন অধিনায়ক কে হচ্ছেন। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের এ ক্ষেত্রে প্রথম পছন্দ মাশরাফিকেই। কিন্তু অধিকাংশ সময়ে ইনজুরি থাকাতে মাশরাফি অধিনায়ক হচ্ছেন না। হয়তো নিজেও দায়িত্ব নিতে চাইবেন না। নাসিরের কথা উঠলেও বর্তমান পারফরম্যান্সের কারণে তারও সম্ভাবনা কম। এ জন্য বোর্ড ভাবছে সাকিবের কথা। কিন্তু আচরণগত কারণে অনেকেই চান না তার হাতে নেতৃত্ব তুলে দিতে। আসলে পুরো টিমই এখন অফ ফর্মে বলা যায়। এ কারণে মুশফিককে সরানো হলে অধিনায়ক পছন্দ করতে বিসিবিকে বেগ পেতে হবে।
চারজন ছাড়া
বাংলাদেশ দলে পরিবর্তনের কথা শোনা যাচ্ছে। এ ব্যাপারে জাতীয় দলের সাবেক এক অধিনায়কের সঙ্গে আলাপ করা হলে তিনি বলেন, অবশ্যই পরিবর্তনের প্রয়োজন রয়েছে। তা না হলে ক্রিকেটে এ রুগ্ন চেহারা কাটবে না। কেমন পরিবর্তন চান? এ ব্যাপারে তিনি বেশ উত্তেজিত কণ্ঠেই বলেন, যা পারফরম্যান্স দেখলাম তাতেতো আমি মুশফিক, সাকিব, এনামুল ও আল-আমিন এ চারজন ছাড়া কাউকে দলে রাখার প্রয়োজন মনে করছি না।