ঘরের মাঠে শুরুতেই চেলসিকে বিপদে ফেলে দিয়েছিল প্যারিস বাহিনী। কিন্তু প্রথমার্ধে সেই ব্যবধান ধরে রাখতে ব্যর্থ হলেও ম্যাচ শেষে জয়ের হাসি হাসল তারাই৷ ম্যাচ শুরুর চার মিনিটেই লাভেজ্জির দূরন্ত গোলে চেলসিকে পেছনে ফেলে দিয়েছিল পিএসজি৷ বক্সের মধ্যে মাতুইদির ক্রস পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হন টেরি৷ তাঁর হেড সরাসরি গিয়ে পড়ে নিচ থেকে উঠে আসা লাভেজ্জির পায়ে৷ বুক দিয়ে নামিয়ে চলতি বলেই শট নেন এই আর্জেন্তিনিয়৷ তাঁর শট গোলকিপারের মাথার উপর দিয়ে চলে যায় গোলে৷
কিন্তু, ঘরের মাঠে সমর্থকদের উৎসব অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি৷ ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেলসিকে সমতায় ফেরায় হ্যাজার্ড৷ থিয়াগো সিলভাকে বক্সের মধ্যেই ফেলে দেন অস্কার৷ পেনাল্টি দিতে ভুল করেননি রেফারি৷ ঠান্ডা মাথায় গোলকিপারকে উল্টোদিকে ফেলে পেনাল্টি থেকে চেলসিকে সমতায় ফেরান হ্যাজার্ড৷ এর সঙ্গে একটি অ্যাওয়ে গোল নিয়ে এগিয়ে থাকল চেলসি৷ প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে৷
দ্বিতীয়ার্ধে অবশ্য আবার ম্যাচের হাল ধরল পিএসজি৷ লাভেজ্জির ফ্রিকিক রিয়েল বক্সের মধ্যে তৈরি হওয়ার জটলার মধ্যে এসে পরে৷ লাভেজ্জির লক্ষ্য অবশ্যই ছিল ইব্রাহোমোভিচ৷ তিনি স্ট্রেচ করেছিলেন ঠিকই কিন্তু বলের নাগাল পাননি৷ সেই উড়ে আসা বল ডেভিড লুইয়ের পায়ে গেলে চলে যায় নিজের গোলে৷ লুইয়ের আত্মঘাতি গোলে ৬১ মিনিটে ২-১ এ এগিয়ে যায় প্যারিস সাঁজা৷
দ্বিতীয়ার্ধে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে নামান চেলসি কোচ মোরিনহো৷ এর সঙ্গেই প্যারিসের মাটিতে তাঁর জীবনের ১০০তম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলে ফেললেন ল্যাম্পার্ড৷ তার আগে রয়েছেন মাত্র ছ’জন৷ যদিও দ্বিতীয়ার্ধে নেমে তেমন কিছু করতে পারেননি তিনি৷ এদিকে, নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পরেন কাভানি ও ডেভিড লুই৷ দু’জনকেই হলুদ কার্ড দেখান রেফারি৷ ম্যাচ শেষের বাঁশি বাজার ঠিক আগে ৩-১ করে যান প্যাস্তর৷ ডানদিক থেকে চেলসির তিন ডিফেন্ডারকে কাটিয়ে তাঁর মাটি ঘেঁষা শট চলে যায় চেলসি গোলে৷ অ্যাওয়ে ম্যাচ হেরেই শেষ করলেও চেলসির দখলে থাকল একগোল৷ ঘরের মাঠে এবার মোরিনহোর ছেলেরা কি করবেন এখন সেটাই দেখার৷