২০১৫ সাল পর্যন্ত কোনও ফুটবলার নিতে পারবে না বার্সেলোনা। চুক্তি আইন ভাঙায় বার্সেলোনাকে বিশাল শাস্তি দিল ফিফা। দশ জন অনূর্ধ্ব ১৮ ফুটবলার নেওয়ার ক্ষেত্রে চুক্তিভঙ্গের অভিযোগে ১৪ মাস তাদের ওপর ট্রান্সফার ব্যান জারি করল আন্তর্জাতিক ফুটবল সংস্থা। সাম্প্রতিক কালে এত বড় ক্লাবকে এ ভাবে শাস্তির সামনে পড়তে হয়নি।
একেই নেইমারের ট্রান্সফার নিয়ে কলঙ্কিত বার্সা, তার ওপরে এই অভিনব শাস্তি। বার্সেলোনার স্টপার পুওল, গোলকিপার ভালদেস চোটের জন্য টিম ছাড়তে চলেছেন৷ পরিবর্তিত পরিস্থিতিতে এরা চলে গেলে এদের বিকল্প নেয়া যাবে না। ফুটবলার বিক্রি করা যাবে, কিন্তু নতুন কাউকে কেনা যাবে না।
গোলকিপার নিয়ে আগামী ১৪ মাস মারাত্মক সমস্যায় থাকতে হবে মেসিদের ক্লাবকে। চোট পাওয়া গোলকিপার ভিক্টর ভালদেসের বদলে জার্মানির মনচেনগ্ল্যাডব্যাচ থেকে মার্ক আন্দ্রে স্টারজেনকে নেওয়া কথা বার্সেলোনার। ক্রোয়েশিয়ার অনূর্ধ্ব ১৭ ফুটবলার 'জুনিয়র মেসি' হালিলোভিচকেও নিতে চাইছিল বার্সেলোনা। কিন্তু ফিফার আইন ভাঙায় সবই থমকে গেল।
এত বড় শাস্তির সঙ্গে বার্সার ৩ লক্ষ ৫ হাজার পাউন্ড জরিমানা হল। একই সঙ্গে স্প্যানিশ ফুটবল সংস্থাকেও ৩ লক্ষ ৪০ হাজার পাউন্ড জরিমানা করা হলো।
ফিফা জানিয়েছে, ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে দশ জন যুব ফুটবলারের চুক্তি করার সময় ব্যাপক আইন ভেঙেছে। ১৯ নম্বর ধারায় তাদের শাস্তি হল। এতে বার্সার আন্তর্জাতিক জনপ্রিয়তা বড় ধাক্কা খেতে চলেছে। আর ক্লাবে নির্বাচন বোধহয় আসন্ন।