রিয়াল মাদ্রিদের কাছে এবার পাত্তাই পেল না জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ড। ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে কার্লো আনচেলত্তির শিষ্যরা জয় পেয়েছে ৩-০ গোলে। শেষ চারে এক পা দিয়েই রাখল গ্যালাকটিকোরা। এদিকে রিয়ালের দিনে হেরে বসেছে হোসে মরিনহোর চেলসি। প্যারিস সেন্ট জার্মেইনের বিরুদ্ধে হতাশা নিয়ে মাঠ ছেড়েছে ইংলিশ দলটি। চেলসি ৩-১ গোলে। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় তিন মিনিটেই। গ্যালাকটিকোদের এগিয়ে দেন গ্যারেথ বেল। ২৭ মিনিটে দ্বিতীয়বারের মতো এগিয়ে যায় রিয়াল। এবার গোলটি আসে ইস্কোর পা থেকে। তবে চ্যাম্পিয়ন্স লিগে নিজের শততম ম্যাচে জ্বলে উঠতে পারছিলেন রিয়ালের পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। সুযোগ পেয়েও বার বার ব্যর্থ হচ্ছিল। ১১ ও ১৩ মিনিটে দুই দুবার ডি-বঙ্রে বাইরে থেকে ফ্রি কিক করেও সফল হতে পারেননি। তাই প্রথমার্ধে রিয়াল ২-০ গোলে এগিয়ে গেলেও রোনালদো ছিলেন গোলবঞ্চিত। কিন্তু দ্বিতীয়ার্ধে তাকে আর গোল আটকে রাখতে পারেননি ডর্টমুন্ডের ডিফেন্ডাররা। ৫৭ মিনিটে লুকা মদ্রিদের পাস থেকে বল পেয়ে দারুণ এক গোল করেন। চলতি আসরে রোনালদোর এটি ১৪তম গোল। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। এগিয়ে প্যারিস সেন্ট জার্মেইনের বিরুদ্ধে ৪ মিনিটেই পিছিয়ে পড়ে চেলসি। গোল করেন লেভেজ্জি। তবে ২৭ মিনিটে ইংলিশ দলটিকে সমতা এনে দেন এডিন। কিন্তু খেলার ৬১ মিনিটে ডেভিড লুইসের আত্দঘাতী গোলে পিছিয়ে পড়ে চেলসি। অতিরিক্ত সময়ে চেলসি কফিনে শেষ পেরেকটি ঠুকেন হ্যাভিয়ের পাস্তর। ৩-১ গোলে হেরে যায় চেলসি।