বুন্দেশলিগা শেষ না হতেই চ্যাম্পিয়ান হয়ে ইতিহাস তৈরি করে ফেলেছে পেপ গুয়ার্দিওলার ছেলেরা। কিন্তু চ্যাম্পিয়ান হওয়ার পরে বুন্দেশলিগায় হফেনহাইম ও চ্যাম্পিয়ান্স লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ড্রয়ের পরে তাদের ইমেজ ধাক্কা খেয়েছিল। এবার বায়ার্নকে একেবারে ধরাশায়ী করল এফসি অগসবার্গ।
শনিবার বুন্দেশলিগায় ১-০ গোলে বায়ার্নকে হারিয়ে দিল তারা। টানা ৫৩ ম্যাচের পরে ৫৪-তম ম্যাচে হার স্বীকার করল পেপের দল। ঐতিহাসিক জয় পেল এফসি অগসবার্গ।