খুব সহজেই টি-২০ বিশ্বকাপের হ্যাটট্রিক শিরোপা জয় করে নিয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা। মেয়েদের ক্রিকেটে যে অস্ট্রেলিয়াই সেরা তার প্রমাণ আবারও দিলেন তারা।৫ ওভার আর ছয় উইকেট হাতে রেখেই শিরোপা জিতে নিলেন তারা।
মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে ১০ বারের ছয়বার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মেয়েরা। আর টি-২০তে চারবারের তিনবারই তারা চ্যাম্পিয়ন।
শিরোপা জেতার জন্য অস্ট্রেলিয়া নারী দলকে ১০৬ রানের লক্ষ্য দিয়েছিল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করে দলকে জয়ের পথে নিয়ে যান অধিনায়ক ল্যানিং। তিনি ৪৪ রান করেন ৩০ বলে দুই ছক্কায়। এ ছাড়া ৩১ বলে ৩০ রান করেন পেরি।
আজ রবিবার মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে টসে হেরে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের মেয়েরা ১০৫ রান করেছে ৮ উইকেট হারিয়ে।
মিরপুরের শেরই বাংলা স্টেডিয়ামে শুরুটা ভালোই হয়েছিল ইংল্যান্ডের। এক উইকেটের বিনিময়ে তারা ৫৫ রান তুললেও পরে অসি বোলারদের দাপটের মুখে ইংলিশ মেয়েরা দাঁড়াতেই পারেনি। ১০ ওভারে ৫৫ রান তোলার পর পরের ১০ ওভারে তারা ৬০ রান তোলে আর হারায় ৬ উইকেট।
ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন হিদার নাইট। তিনি ২৯ রান করেন ৩১ বলে। এ ছাড়া ওপেনার সারাহ টেইলর দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন ২৫ বলে। এছাড়া আর দু’জন দু’অঙ্কের রান করতে সক্ষম হয়। অস্ট্রেলিয়ার পক্ষে মিডিয়াম পেসার সারাহ কোয়েটে ৪ ওভারে ১৮ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে ইংলিশদের রানের চাকা বেঁধে রাখেন। এছাড়া পেরি ১৩ ও ফারেল ২৭ রানে দুটি করে উইকেট নেন। অস্ট্রেলিয়া জিতলে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে। আর ইংল্যান্ড জিতলে প্রথম আসরের পর শিরোপা জিতবে দ্বিতীয়বার।