লড়াকু মানসিকতা কিংবা মেজাজ নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন নেই কঠিন বিপর্যয়ের মুখেও প্রতিরোধ করার ক্ষমতা নিয়ে। সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেটের সেরা তারকা। সর্বকালের অন্যতম সেরা, এ বিষয়েও সন্দেহ নেই কোনো। খাঁদের কিনারায় দাঁড়িয়ে থাকা দলকে টেনে তুলতে যেমন পারদর্শী, তেমনি বিতর্কের সৃষ্টি করতেও পারঙ্গম। টি-২০ বিশ্বকাপ চলাকালীন এক পত্রিকায় তার সাক্ষাৎকার দিয়ে তোলপাড় পুরোদেশ। সাক্ষাৎকারে তিনি প্রশ্ন তুলেছেন জনগণের দেশপ্রেম, দলের ফ্যাসিলিটিজ নিয়ে। তার এই সাক্ষাৎকারের পর বিব্রতকর অবস্থায় পড়েছে ক্রিকেট বোর্ড। জটিল অবস্থার অবসানে বিসিবি তাকে একটি কারণ দর্শানোর চিঠি দিয়েছে। যার উত্তর দেওয়ার কথা ছিল পরশু রাতে। মৌখিকভাবে কথা বললেও কাল বিকাল পর্যন্ত কোনো উত্তর দেননি সাকিব। বিসিবির ভারপ্রাপ্ত সিইও অবশ্য জানিয়েছেন, রাতের মধ্যেই চিঠি দিয়ে যাবেন সাকিব। এদিকে আইপিএল খেলতে কাল দুবাই যাচ্ছেন সাকিব। ১৬ এপ্রিল তার দল কলকাতা নাইট রাইডার্সের প্রথম প্রতিপক্ষ আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন শচিন টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ান্স।
টি-২০ বিশ্বকাপের এবারের আসরে টাইগারদের সেরা পারফরমার সাকিব। পরিসংখ্যানই সেটা বলে। বাছাইপর্বের তিনটি এবং চূড়ান্ত পর্বের চারটিসহ মোট সাত ম্যাচে তার ব্যাট থেকে রান বেরিয়েছে ১৮৬। ১৮৪ রান করে তার পেছনেই রয়েছেন তরুণ এনামুল হক বিজয়। আসরের টাইগারদের একমাত্র হাফসেঞ্চুরিও সাকিবের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৬ রানের জ্বলজ্বলে ইনিংস খেলেছিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। আর ওই দিনই প্রকাশিত হয়েছিল তার সাক্ষাৎকার।