স্টোকসিটির বিপক্ষে ৩-০ গোলে জিতে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে মরিনহোর অধীন চেলসি। ব্লুজরা এই জয়ের ফলে ৩৩ ম্যাচে ৭২ পয়েন্ট সংগ্রহ করলো। এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ম্যানসিটি। গত শনিবার ম্যানসিটি ৪-১ গোলে হারিয়েছে সাউদ্যাম্পটনকে। একইদিনে নিউক্যাসলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানইউ। তবে এই জয়ের পর ম্যানইউ ৩৩ ম্যাচে ৫৭ পয়েন্ট সংগ্রহ করে ছয় নম্বরে অবস্থান করছে। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান অবস্থান ম্যানসিটির পক্ষেই। ম্যাচ বাকি সাতটি। এর মধ্যে হোঁচট না খেলে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত তাদের। চেলসি যদি কোনো ম্যাচে পয়েন্ট নাও হারায় তবে ম্যানসিটি সবকটি ম্যাচ জিতে শিরোপা জিতে নেওয়ার সুযোগ পাবে। চেলসি হেরে গেলে শিরোপা জয় করা আরও সহজ হবে ম্যানসিটির। অবশ্য ৩২ ম্যাচে ৭১ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে থাকা লিভারপুল কিছুটা বিপজ্জনক হতে পারে ম্যানসিটি এবং চেলসি দুই দলের জন্যই। অলরেডরা শিরোপা জয়ের অন্যতম দাবিদার!