বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে ১৫ এপ্রিল। শনিবার বাফুফের পেশাদার লিগ কমিটি বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানিয়েছে। সভা শেষে বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী জানান, 'হোম অ্যান্ড-অ্যাওয়ে' ভিত্তিতে দেশের চারটি ভেন্যুতে হবে ম্যাচগুলো। লিগের প্রথম পর্ব শুধু ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় পর্বের ম্যাচ ঢাকা ছাড়াও গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম ও ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে হবে।
গত ২০ মার্চ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ হয়েছিল। এর পরই স্বাধীনতা কাপ শুরু হয়, যার ফাইনাল হবে ১২ এপ্রিল। লিগের প্রথম পর্ব শেষে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। তারা ৬ ম্যাচ জিতেছে, ড্র করেছে ৩টিতে। ঢাকা আবাহনী লিমিটেড ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।