প্রেমিকা লানা এন্ডারসনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি। তবে এটা ব্রেটলির প্রথম নয়, দ্বিতীয় বিয়ে।
কয়েকটি প্রচারমাধ্যম সূত্রে জানা গেছে, গত সপ্তাহে নিউ সাউথ ওয়েলসের সিফোর্থে নিজের নতুন বাড়িতে ব্যক্তিগত আয়োজনের মধ্য দিয়ে বিয়ে করেছেন লি।
এর আগে ২০০৬ সালে এলিজাবেথ কেম্পের সঙ্গে গাঁটছাড়া বেধেছিলেন ৩৭ বছর বয়সী এই অসি তারকার। দু'বছর পরই ছাড়াছাড়ি হয় তাদের। ওই ঘরে প্রিস্টন নামের এক সন্তানও তার।
দ্য ডেইলি টেলিগ্রাফ জানায়, ২৯ বছর বয়সী এন্ডারসনের সঙ্গে লি জনসম্মুখে সম্পর্কের কথা প্রকাশ করেছিলেন গত আগস্টে। অবশ্য মিডিয়ার সামনে একসঙ্গে ফটো তোলেননি তারা।