লোকসভা নির্বাচনের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তম আসরের প্রথম পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ১৬ এপ্রিল বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। আর কলকাতাভিত্তিক ফ্র্যাঞ্চাইজির হয়ে এক বছর বিরতির পর আবারও নামছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
দলটির সঙ্গে যোগ দিতে আজ দুবাইয়ের উদ্দেশে রওনা হবেন সাকিব। গত বছর আইপিএল খেলা না হলেও ২০১১ ও ২০১২ সালে এই দলটির জার্সি গায়ে খেলেছিলেন তিনি। এবারের নিলামে ১ কোটি রুপি ব্রেস প্রাইসের সাকিবকে ২ কোটি ৮০ লাখ রুপিতে কিনে নিয়েছে বলিউড অভিনেতা শাহরুখ খানের দলটি।
ব্যাট হাতে ২০১২ সালে ১১ রানে অপরাজিত থেকে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে কলকাতাকে এনে দিয়েছিলেন প্রথম শিরোপা। সব মিলিয়ে ১৫ ম্যাচ খেলেছেন বাঁহাতি অলরাউন্ডার। বল হাতে নিয়েছে ২৩ উইকেট। আর ব্যাট হাতে ১২০ রান। বোলিংয়ে তার আইপিএল সেরা ১৭ রানে তিন উইকেট। আর ব্যাটিংয়ে এক ইনিংসে সর্বোচ্চ স্কোর ৪২ রান।
এবারের টুর্নামেন্টে নিজের পারফরমেন্স নিয়ে আশাবাদী কাউন্টি ও বিগ ব্যাশে অভিজ্ঞ এই তারকা, 'আইপিএলে আগেও খেলার অভিজ্ঞতা আছে। শুধু আইপিএল নয়, আমি বিশ্বের বড় বড় টি-২০ খেলেছি।'