দক্ষিণ আফ্রিকার স্বর্ণজয়ী দুপাবিহীন প্যারা অলিম্পিয়ান অস্কার পিস্টোরিয়াস বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে হত্যার অভিযোগে আদালতে আজও তার সাক্ষ্য দিচ্ছেন। সাক্ষ্যদানকালে পিস্টোরিয়াস বেশ আবেগঘন ভাষায় স্টিনক্যাম্পকে গুলি করার পরের ঘটনাগুলো বর্ণনা করেছেন।
পিস্টোরিয়াস বলেন, 'অ্যাম্বুলেন্স আসার আগেই রিভা স্টিনক্যাম্পের মৃত্যু ঘটে। তখন সে আমার বাহুবন্ধনেই ছিল। ' তিনি আরো বলেন, 'গুলি লাগার পর আমি স্টিনক্যাম্পকে শ্বাস নিতে সাহায্য করেছি এবং তার উরু থেকে রক্তপাত থামাতে চষ্টো করেছি।'
গত বছর বিশ্ব ভালোবাসা দিবসে নিজ বাড়িতে বান্ধবী স্টিনক্যাম্পকে গুলি করে খুন করেন পিস্টোরিয়াস। প্রসিকিউটররা দাবি করছেন পিস্টোরিয়াস ইচ্ছাকৃতভাবেই বান্ধবীকে খুন করেন। তবে পিস্টোরিয়াস তা অস্বীকার করে আসছেন। তিনি স্টিনক্যাম্পকে অনুপ্রবেশকারী ভেবে গুলি করেন বলে দাবি করছেন।
খুনের অভিযোগে রাজধানী প্রিটোরিয়ার একটি আদালতে তার বিচার চলছে। খুনের অভিযোগ প্রমাণিত হলে পিস্টোরিয়াসের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।