প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে শ্রীলঙ্কা। উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে দ্বীপরাষ্ট্রটি। টি-২০ ক্যারিয়ারের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে এমন একটি শিরোপা উপহার দিতে পেরে দারুণ খুশি দুই কিংবদন্তি তারকা মাহেলা জয়বর্ধনে ও কুমার সাঙ্গাকারা। তবে তাদের এ খুশি খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি। দেশে ফেরার পরই বোর্ডের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছেন দুই তারকা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দাবি- কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনে অবসরের সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডকে জানানোর আগেই নাকি মিডিয়াকে জানিয়েছেন। এতে ক্ষুব্ধ হয়েছে বোর্ড। দুই কিংবদন্তি অবশ্য বোর্ডের অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। শুধু তাই নয়, এ বিবাদে তারা পাশে পেয়েছেন আরেক কিংবদন্তি ক্রিকেটার অর্জুনা রানাতুঙ্গাকে। ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ী এ অধিনায়ক মন্তব্য করেছেন, কুমার সাঙ্গাকারা ও জয়বর্ধনে সঠিক সময়েই অবসরের ঘোষণা দিয়েছেন। রানাতুঙ্গা বলেন, 'সত্যিকারের ভালো ক্রিকেটার তারাই যারা জানে অবসর নেওয়ার সঠিক সময় কোনটা। তা ছাড়া টি-২০ তো তরুণদের খেলা। তাই আমার মনে হয়, মাহেলা ও সাঙ্গাকারা সঠিক সিদ্ধান্তই নিয়েছে। এটাই টি-২০ থেকে অবসর নেওয়ার উপযুক্ত সময় তাদের।'
টি-২০ বিশ্বকাপ জয়ের জন্য পুরো দলেরই প্রশংসা করেছেন রানাতুঙ্গা। তিনি বলেন, 'টি-২০ বিশ্বকাপে চমৎকার পারফর্ম করেছে শ্রীলঙ্কা। অভিজ্ঞরা যেমন তাদের দায়িত্ব সুচারুভাবে পালন করেছেন, তেমনি নতুনরাও নিজের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে খেলেছে। তবে মাহেলা ও সাঙ্গাকারার কথা আলাদা করে বলতেই হবে।