ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে 'আইকন' হিসেবে ঘোষণা করেছে আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের প্রথম আসরেও মুম্বাইয়ের 'আইকন' ছিলেন শচীন। তবে তখন ছিলেন খেলোয়াড়। আর এখন শচীন মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে যুক্ত থাকবে পরামর্শক হিসেবে। দলের মালিক নিতা আম্বানি বলেন, 'মুম্বাই ইন্ডিয়ান্সের আইকন হিসেবে শচীনকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমি নিশ্চিত যে, তাকে কাছে পেয়ে দলের তরুণ খেলোয়াড়রা উচ্ছ্বসিত হবেন। ইন্ডিয়ান্সের সমর্থকরাও আনন্দিত হবে।' আম্বাতি আরও বলেন, 'শচীন মুম্বাই ইন্ডিয়ান্সের একটি অবিচ্ছেদ্য অংশ এবং শুরু থেকেই দলের ইনস্প্রিয়েশন সোর্স। গত আসরের ফাইনালটি ছিল শচীনের জন্য চ্যালেঞ্জ। আইপিএলের ন্যায় চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ট্রফিও আমরা তার নামে উৎসর্গ করেছি।' প্রিয় দল মুম্বাইয়ের আইকন হতে পেরে খুশি টেন্ডুলকারও। তিনি বলেন,'আমি শুরু থেকেই মুম্বাই ইন্ডিয়ান্সের একজন সদস্য। এখন মুম্বাইয়ের সঙ্গে থাকতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি আনন্দিত। এ বছর দলটির সঙ্গে আমার অভিজ্ঞতাটা হবে ভিন্ন ধর্মী এবং দলের তরুণ খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফদের সঙ্গে ঘনিষ্ঠভাবে আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য মুখিয়ে আছি। আশা করছি, এবারও লিগে ভালো করবে মুম্বাই ইন্ডিয়ানস।'