জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক এন্ডি ফ্লাওয়ার পদত্যাগের পর যেন বিপাকেই পড়েছে ইংলিশ এবং ওয়েলস ক্রিকেট বোর্ড। ভালো কোচ পাচ্ছে না। অবশ্য অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। তাদেরকে পছন্দ হচ্ছে না। আর যাদেরকে পছন্দ হয় তারা মুখ ফিরিয়ে নিচ্ছেন। কিছু দিন আগে অস্ট্রেলিয়ার কিংবদন্তি তারকা শেন ওয়ার্ন টুইটারে ইংল্যান্ডের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু অজ্ঞাত এক কারণে পরে তা প্রত্যাখান করেন। তবে আবারো ইংল্যান্ডের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ওয়ার্ন। কিন্তু সঙ্গে জুড়ে দিয়েছেন একটি শর্ত। বন্ধু কেভিন পিটারসেনকে পুনরায় দলে ফিরিয়ে আনতে হবে, তাহলে ইংল্যান্ডের কোচ হবেন তিনি। ওয়ার্ন মনে করেন, এখনো ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার আছে পিটারসেনের। আরও বেশ কয়েক বছর অনায়াসেই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেন কেপি। সে কারণেই পিটারসেনকে দলে চেয়েছেন ওয়ার্ন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও বেশ কিছুদিন ক্লাব ক্রিকেট খেলেছেন ওয়ার্ন। তবে শেষ পর্যন্ত সেখানেও আর খেলবেন না ঘোষণা দিয়েছেন।