আক্ষেপ
টি-২০ বিশ্বকাপে চরম ভরাডুবি ঘটেছে মুশফিকদের। সুপারটেনে কোনো ম্যাচেই তারা দাঁড়াতে পারেনি। অথচ মহিলা বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা বিজয়ের হাসি হেসেছে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও স্থান নির্ধারণী ম্যাচে তারা আয়ারল্যান্ডকে হারিয়ে দেয়। এছাড়া অধিনায়ক সালমা খাতুনের টি-২০ একাদশে সুযোগ পাওয়াটাও বিশালপ্রাপ্তি। সালমাদের আক্ষেপ পুরুষ জিতলেই অভিনন্দনের ঝড় বয়ে যায়। কিন্তু বিশ্বকাপে মেয়েরা জেতার পরও তেমনভাবে কেউ অভিনন্দন জানানোর প্রয়োজন মনে করল না।
সেই দিন নেই
মধুমতি ব্যাংক স্বাধীনতা ব্যাংক ফুটবলে আগামীকাল মোহামেডান-ফেনী সকার ফাইনালে লড়বে। শক্তি ও অভিজ্ঞতার কারণে অনেকের ধারণা ট্রফি ঘরে তোলাটা সাদা-কালোদের সময় ব্যাপার মাত্র। না, ততটা নিশ্চিত হয়ে বসে থাকতে চান না দলের ফুটবল ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। তিনি বলেন, যোগ্যতা দেখিয়েই ফেনী ফাইনালে উঠেছে। তাছাড়া মোহামেডানের এখন সেই দিনও নেই যে ফাইনালে উঠলেই জিতে যাবে।