কোপা দেল রে ফাইনাল আগামী বুধবার। রিয়াল মাদ্রিদের সামনে বার্সেলোনা। লিও মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর যুদ্ধ কি দেখা যাবে সেদিন? প্রশ্ন তৈরি হচ্ছে রোনাল্ডোকে নিয়ে?
উয়েফা চ্যাম্পিয়ান্স লিগের কোয়ার্টার ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষাতে 'সিআর ৭' নামতেই পারেননি। ম্যানেজারের আসনে ছিলেন তিনি। রিয়াল গোল হজম করার পরই মুখের চেহারা বদলে গিয়েছিল রোনাল্ডোর। রিয়াল চ্যাম্পিয়ান্স লিগের সেমিতে। তবে রোনাল্ডো হাঁটুর চোটের জন্য কতদিন মাঠের বাইরে তা রিয়ালের তরফে জানানোই হয়নি।
ক্লাবের তরফে জানানো হয়েছে, 'পরীক্ষার পর জানা গেছে রোনাল্ডোর লেফট হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে।' ফলে শনিবার লা লিগায় আলমেইরার বিরুদ্ধে রোনাল্ডোকে দেখা যাবে না।
কিন্তু চ্যাম্পিয়ান্স লিগে কি রোনাল্ডোকে দেখা যাবে ? রোনাল্ডোকে নিয়ে এখন নানা প্রশ্ন দানা বেঁধেছে।