সেরা ক্রিকেটার হিসেবে বিশ্বের সবার কাছে পরিচিত ভারতের শচিন টেন্ডুলকার এবং সৌরভ গাঙ্গুলি। তবে ব্যাট বা ক্রিকেট বলের সাথে নয়, এবার তাদের দেখা যাবে ফুটবল মাঠে। ফুটবলের লড়াইয়ে মুখোমুখি হবেন এই দুই ক্রিকেট কিংবদন্তি। তাদের সাথে মাঠে থাকবেন শাহরুখ, সালমান ও রণবীরের মতো বলিউডের সেরা অভিনেতারাও।
ভারতে 'ফুটবল-বিপ্লবের' স্বপ্নে সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) কে কেন্দ্র করে মালিকানার এ লড়াই। ফ্র্যাঞ্চাইজি নিলামের মাধ্যমে এরই মধ্যে ঠিক হয়ে গেছে ৮টি ফ্র্যাঞ্চাইজির মালিকানা।
বলিউড কিং শাহরুখ খানকে টপকে কোলকাতা ফ্র্যাঞ্চাইজির মালিক হয়েছেন সৌরভ গাঙ্গুলি। কোচি কিনেছেন মাস্টার ব্লাস্টার শচিন টেন্ডুলকার।
শাহরুখ খান সুবিধা করতে না পারলেও আরেক বলিউড সুপারস্টার সালমান খান থাকছেন পুনে ফ্র্যাঞ্চাইজির পক্ষে। নায়ক জন আব্রাহাম পেয়েছেন গুহাটির দখল। মুম্বাইয়ের পেছনে রয়েছেন অভিনেতা রণবীর কাপুর।
দল গোছানোর কাজেও নেমে পড়েছেন অনেকে।
কেউ কেউ অবশ্য অপেক্ষা করতে চান বিশ্বকাপ ফুটবল পর্যন্ত। মেসি-নেইমার কিংবা জাভি-রোনালদোকে তাই এবার দেখা যেতে পারে ভারতের মাঠে।