ব্রাজিলে আগামী জুনে ফুটবল বিশ্বকাপে খেলতে নামার সময় দেশে খুব বেশি সমর্থন আশা করাটা ঠিক হবে না মার্কিন ফুটবল দলের। তারা আশা করবেই বা কি করে, দুই-তৃতীয়াংশ মার্কিন নাগরিক যে এবারের বিশ্বকাপের খোঁজই রাখবে না!
রয়টার্স/ইপসসের এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। মাত্র সাত শতাংশ মানুষ বলেছে, তারা ভালোভাবে বিশ্বকাপের খোঁজ-খবর রাখবেন।
২০ বছর আগে ফুটবলকে জনপ্রিয় করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রে আয়োজন করা হয়েছিল বিশ্বকাপ। দুই বছর পরে শুরু হয় পেশাদার লিগ মেজর লিগ সকার (এমএলএস)। লিগের দল ১০টি থেকে এখন ১৯টি হলেও ফুটবলের জনপ্রিয়তা যে তেমন একটা বাড়েনি এই জরিপই তার প্রমাণ।
জরিপে অংশগ্রহণকারীদের ৮৬ শতাংশই বলেছেন, তারা বিশ্বকাপ সম্পর্কে কিছুই জানেন না অথবা খুবই কম জানেন। আর দুই-তৃতীয়াংশের বেশি মার্কিন নাগরিক জানেনই না ব্রাজিল ২০১৪ সালের বিশ্বকাপের আয়োজক দেশ। ৭ থেকে ১১ এপ্রিল অনলাইনে চালানো এই জরিপে ১ হাজার ৪১৬ জন মার্কিন নাগরিক অংশ নেয়।