অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য এখনো লিগে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে দারুণ আশাবাদী। তার কথা লিগ শেষ হতে এখনো অনেক বাকি। তাই কি যে হবে চূড়ান্ত করে বলা মুশকিল। প্রথম পর্বে যে ঘাটতি ছিল তা বাকি দুই পর্বে কাটিয়ে উঠতে পারব আশা রাখি। বিপ্লবরা যে নতুন উদ্যমে খেলতে চান তা প্রমাণ মিলেছে নিটল-টাটা পেশাদার লিগে দ্বিতীয় পর্বের উদ্বোধনী ম্যাচে। প্রথম পর্বে মিঠুনের হ্যাটট্রিকে নবাগত উত্তর বারিধারাকে সহজে পরাজিত করেছিল শেখ রাসেল। অথচ একই প্রতিপক্ষের সঙ্গে রাসেলকে কাল শুরু থেকেই সতর্ক মনে হয়েছে। বলাতো যায় না, পয়েন্ট হারালেই শিরোপার আশা আরও অন্ধকারে হারিয়ে যাওয়া। স্বাধীনতা কাপে কোয়ার্টার ফাইনালে ফেনী সকারের কাছে হারাতে বিপ্লবদের সতর্কতা আরও বাড়িয়ে দেয়। ফলশ্রুতিতে পুরো পয়েন্ট নিয়েই ঘরে ফিরছেন তারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শেখ রাসেল ৫-২ গোলে হারিয়ে দেয় উত্তর বারিধারাকে। বিজয়ী দলের রিকার্ডো ২, মিঠুন, পেসকেল, শাকিল ও বিজিতের পক্ষে কসকোর ও স্বপন একটি করে গোল করেন। এর ফলে ১০ ম্যাচে রাসেলের অ্যাকাউন্টে এখন ১৫ পয়েন্ট জমা পড়ল।