বিকেএসপিতে রাজশাহী-চট্টগ্রাম ম্যাচে ডান হাতের কব্জিতে ব্যথা পান জাতীয় দলের বাঁ হাতি ওপেনার তামিম ইকবাল। প্রথম ইনিংসে মাত্র ১ রান করেন তামিম। দ্বিতীয় ইনিংসে যখন এক রানে ব্যাট করছিলেন, তখন শফিউল ইসলামের লাফিয়ে উঠা বল তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত হানে। ফলে মাঠের বাইরে চলে আসেন বাঁ হাতি ওপেনার। এই ব্যথায় তাকে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। এজন্য জাতীয় ক্রিকেটের শেষ রাউন্ড খেলতে পারবেন না তামিম। ইনজুরি নিয়ে তামিম বলেন, 'শফিউলের বলটি আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পাই। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে একই রকম আঘাত পেয়েছিলাম। ডাক্তার আমাকে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছেন।'