ইংল্যান্ডের অ্যান্ড্র ফ্লিনটফ সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০১০ সালে। ইংল্যান্ডের হয়ে সর্বশেষ মাঠে নামেন ২০০৯ সালের আগস্টে। কিন্তু এরপর হাঁটুর ইনজুরির সঙ্গে পেরে না উঠে ক্রিকেটই ছেড়ে দেন ইংলিশ এই অলরাউন্ডার। তবে ৪ বছর পর আবারও ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু করেছেন ৩৬ বছরের ফ্লিনটফ। তবে শুধু টি-টোয়েন্টি ক্রিকেটেই ফিরছেন তিনি।
এমন সংবাদই দিয়েছে ‘মিরর’। তারা জানিয়েছে, টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরার জন্য ইতিমধ্যে পুরোদমে নেটে প্রাকটিসও শুরু করেছেন ফ্লিনটফ। ওল্ড ট্রাফোর্ডের ইনডোর নেটে তাকে প্রায়ই দেখা যাচ্ছে। মাত্র ১২ বছর বয়সে ফ্লিনটফের ক্রিকেট জীবন শুরু হয় সেন্ট অ্যানে ক্লাবে যোগ দেয়ার মাধ্যমে। এরপর দীর্ঘদিন তিনি কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলেছেন।
টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরার জন্য তিনি তার প্রথম দল সেন্ট অ্যানেকে বেছে নিয়েছেন। দলের অধিনায়ক অ্যান্ডি কেলেট বলেন, ‘ফ্লিনটফ এই মওসুমে আমাদের সঙ্গে টি-টোয়েন্টি খেলবে বলে জেনেছি। আমরা তার জন্য ক্লাবের একটি ফরমও পাঠিয়েছি। এখন পূরণ করে পাঠালেই তিনি আমাদের সঙ্গে খেলতে পারবেন।’
ফ্লিনটফ ক্রিকেট থেকে অবসর নেয়ার পর হেভিওয়েট বক্সার হিসেবে আবির্ভূত হন। বেশ কয়েকটি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি। ম্যানচেস্টার অ্যারেনায় তার বক্সিং দেখেছে দর্শকেরা। ফ্লিনটফ ইংল্যান্ডের হয়ে ৭৯ টেস্টে ৩৮৪৫ রান, ২২৬ উইকেট আর ১৪১ ওয়ানডেতে ৩৩৯৪ রান ও ১৬৯ উইকেট দখল করেছেন। ৭টি টি-টোয়েন্টিতে তিনি ৭৬ রান ও ৫টি উইকেট শিকার করেছেন।