ব্রিটেনের এক নম্বর টেনিস তারকা লরা রবসন চলতি বছরের ফেঞ্চ ওপেন ও উইম্বলডন খেলতে পারছেন না। কনুইয়ে অপারেশনের কারণে তিনি এই দুটি টুর্নামেন্টে খেলতে পারবেন না জানিয়েছেন।
২০ বছর বয়সী বিশ্বের ৬৪ নম্বর ব্রিটিশ এ তারকা খেলোয়াড় চলতি বছর মাত্র ১টি ম্যাচ খেলতে পেরেছেন। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে তিনি কার্স্টেন ফ্লিপকেন্সের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে জন্ম নেওয়া বামহাতি রবসন ২০১৩ সালের উইম্বলডনে শেষ ১৬তে পৌঁছেছিলেন।