মাঠে সময়টা মোটেও ভালো যাচ্ছে না। একের পর এক দুঃসংবাদ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে তাড়া করে ফিরছে। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার হার, কোপা দেল রের ফাইনালেও রিয়ালের বিরুদ্ধে হতাশার পরাজয়। নেইমারকে নিয়ে কাতালান সমর্থকদের বিক্ষোভ। বার্সার সঙ্গে চুক্তি নিয়েও চলছিল বিতর্ক। তা ছাড়া চোট-আঘাত তো লেগেই আছে। কিন্তু সব দুঃসংবাদ ব্যাকফুটে পাঠিয়ে 'প্রেম' খেলায় বাজিমাত করেছেন নেইমার। ব্রাজিলের মিডিয়ায় আবারও শিরোনাম তিনি। সুপার মডেল গ্যাব্রিয়েলা লেনজির প্রেমে হাবুডুবু খাচ্ছেন ব্রাজিলের এই তারকা।
গত জানুয়ারিতেই সোপ তারকা ব্রুনা মারকুয়েজাইনের সঙ্গে বিচ্ছেদ ঘটে নেইমারের। কিন্তু এরপর বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাকে। এর মধ্যেই ব্রাজিলের সুপার মডেলের প্রেমে মজেছেন 'সাও পাওলোর ওয়ান্ডার কিড'। সপ্তাহদুই আগে বার্সেলোনায়ও নাকি গিয়েছিলেন নেইমারের নতুন প্রেমিকা। কিন্তু অভিসার করেছেন খুবই গোপনে। এত বেশি সতর্ক ছিলেন যে পাপারাজ্জিরা বুঝতেই পারেননি। তবে অনেকে সন্দেহ করছিলেন তখন থেকেই। তারপর মিলে গেল দুইয়ে দুইয়ে চার। আর মাত্র ৫৭ দিন পরেই ঘরের মাঠে বসতে যাচ্ছে বিশ্বকাপের আসর। ব্রাজিলিয়ানদের ভরসার প্রতীক নেইমার। ২০ কোটি মানুষ নেইমারকে নিয়ে বিশ্বকাপ শিরোপার স্বপ্নে বিভোর। এর মধ্যে নেইমারের এমন আচরণে ভক্তদের অনেকে হতাশ হয়েছেন। তা ছাড়া বার্সেলোনার হয়ে সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের জন্য এ ঘটনাকেও দায়ী করছেন অনেকে। সমালোচকদের দাবি, নেইমার এখন মাঠের ভেতরের চেয়ে বাইরের দিকেই বেশি মনোযোগী। সে কারণে তার পারফরম্যান্সেও খানিকটা ভাটা পড়েছে। তবে লেনজির ভক্তদের ভাবনা ঠিক উল্টো। তারা মনে করছেন, নারীভাগ্যই নেইমারকে নতুন করে জাগিয়ে তুলতে পারে। নতুন বান্ধবীর হাত ধরে আবারও স্বমহিমায় উঠে আসবেন 'ব্রাজিলের বোমা'- সেই আশায় বুক বাঁধছেন তারা। ভক্তরা নতুন জুটিকে শুভ কামনাও জানিয়েছেন। ব্রাজিলিয়ানরা মনে করেন, এবার নেইমারের জন্য বড় একটা সুযোগ, সুযোগ ব্রাজিলের জন্য। আর এ সুযোগ কোনোভাবে মিস করা ঠিক হবে না। বিশ্বকাপ নিয়ে এবার সবার প্রত্যাশার গ্রাফটা অনেক ওপরে। নেইমার ভক্তদের ধারণা, বার্সেলোনায় লিওনেল মেসি যেভাবে পুরো দল সাফল্যের জোয়ারে ভাসাচ্ছেন ঠিক তেমনি বিশ্বকাপে নেইমার ব্রাজিলের জার্সিতে একই কাজ করবেন। অবশ্য কনফেডারেশন্স কাপে তার কিছুটা ঝলকও দেখিয়েছেন নেইমার। এখন বিশ্বকাপে তার পায়ের জাদু দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছে ভক্তরা।