বাংলাদেশের জাতীয় ক্রিকেট একাডেমির প্রধানের পদ থেকে পদত্যাগ করছেন রিচার্ড ম্যাকিনস। আগামী জুলাই পর্যন্ত তার সঙ্গে ক্রিকেট বোর্ডের চুক্তি থাকলেও এপ্রিলের শেষেই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন তিনি। ব্রিসবেনে একটি ক্রীড়া সফট্ওয়ার কোম্পানিতে যোগ দিবেন ম্যাকিনস। অসি এই তারকা সফলতার সঙ্গেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্ব পালন করেছেন। ২০০৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ 'এ' দলেরও কোচ ছিলেন। ওই সময় তিনি বাংলাদেশ হাইপারফরম্যান্স ইউনিটকেও সহযোগিতা করেছেন। সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের মতো তারকা ক্রিকেটার পারফরম্যান্স উন্নয়নেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। ম্যাকিনস বলেন, 'বাংলাদেশের ক্রিকেট এখন এগিয়ে যাচ্ছে। আমি চেষ্টা করেছি আমার কাজটা সব সময় সঠিকভাবে করতে। আমি সব সময় কঠোর পরিশ্রমে বিশ্বাস করি। তাছাড়া আমার পরিকল্পনাও আলাদা।' তবে বিসিবি সূত্রে জানা গেছে, ম্যাকিনসের কর্মকাণ্ডে ক্রিকেট বোর্ড ছিল হতাশ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ ভালো করতে পারেনি, ম্যাকিনসের পরিকল্পনার ভুলের কারণে। তাছাড়া গত বিসিবি নির্বাচনের সময় ম্যাকিনস কথা বলায়, তা পছন্দ হয়নি বিসিবির। তখন থেকেই ম্যাকিনসকে সরানোর চেষ্টা চলছিল। অবশেষে মেয়াদ পূরণের আগে নিজেকেই সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাকিনস।