গতকাল পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল আলীপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার ও দার্জিলিংয়ে ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই অঞ্চলে প্রার্থীদের মধ্যে এবার নজর কাড়তে সক্ষম হয়েছেন ভারতীয় ফুটবলে আইকন বাইচুং ভুটিয়া। পাহাড়ি অঞ্চল দার্জিলিংয়ে তার জনপ্রিয়তার কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী করেছেন বাইচুংকে। মমতাকে চ্যালেঞ্জ জানাতে বিজেপির সুরিন্দরমিং আলওয়ালিকে জেতানোর চেষ্টা করছে বিমল গুরুংয়ের নেতৃত্বাধীন গোর্খা জনমুক্তি মোর্চা। বাইচুংয়ের নির্বাচনী প্রচারে ভারতীয় ফুটবলে অনেক জনপ্রিয় তারকাকে দেখা গেছে। বাইচুং নিজের জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী।