পাকিস্তান আমল থেকে হিসাব করলে ফুটবল লিগে সর্বোচ্চ ২০ বার শিরোপা জেতার কৃতিত্ব রয়েছে ঢাকা মোহামেডানের। কিন্তু স্বাধীনতার পর সবাইকে পেছনে ফেলে দিয়েছে ঢাকা আবাহনী। ১৯৭২ সালে আবদুস সাদেকের নেতৃত্বে এ ক্লাবের ঢাকা প্রথম বিভাগ ফুটবল লিগে অভিষেক ঘটার পর সর্বোচ্চ ১৫ বার লিগে শিরোপা জেতার কৃতিত্ব রয়েছে। অথচ ২০০৬ সাল পর্যন্ত খতিয়ানে মোহামেডানই ছিল এগিয়ে। পেশাদার আসরে টানা তিনবারসহ চারবার লিগ জেতাতে আবাহনী তাদের পেছনে ফেলে দিয়েছে। নতুন নামে আবিভর্ূত শেখ জামাল ধানমন্ডি ও শেখ রাসেল একবার করে চ্যাম্পিয়ন হলেও পেশাদার লিগ জেতাটা মোহামেডানের মতো দলের কাছে স্বপ্নে পরিণত হয়েছে। অপরাজিত রানার্সআপের কৃতিত্ব পেলেও ঐতিহ্যবাহী দলটি এখন পর্যন্ত পেশাদার লিগে শিরোপা জেতার উল্লাস করতে পারেনি। প্রথম পর্বে যে অবস্থান তাতে এবারও লিগ জেতার সম্ভাবনা নেই বললেই চলে। ১৯৭৩ সালে স্বাধীনতার পর সলিমুল্লাহর নেতৃত্বে বিজেআইসি প্রথম লিগ জেতার কৃতিত্ব পেলেও আবাহনী-মোহামেডান ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। কেননা স্বাধীনতার পর বিজেএমসি, মুক্তিযোদ্ধা, ব্রাদার্স ইউনিয়ন ২ ও শেখ জামাল ও শেখ রাসেল ১ বার করে লিগ শিরোপা জিতলেও আবাহনী সেখানে ১৫ ও মোহাডোন ১২ বার চ্যাম্পিয়ন হয়েছে।
এতো গেল ঘরোয়া ফুটবলে লিগের হিসাব-নিকাশ। ১৯৭২ সাল থেকে অনুষ্ঠিত হওয়া অন্যান্য টুর্নামেন্টে এগিয়ে আছে কারা? এ ক্ষেত্রেও একই অবস্থা, স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ, ডামফা কাপ, জাতীয় লিগ, সুপার কাপ, মা-মনি, বিটিসি কাপ বা লিবারেশন কাপ দেশে যে কটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে বড় দুদলের প্রাধান্য সুস্পষ্ট। এবার মধুমতি ব্যাংক স্বাধীনতা কাপ চলাকালে অনেকের মধ্যে প্রশ্ন জেগেছিল ঘরোয়া টুর্নামেন্টে সর্বোচ্চ ট্রফি জেতার কৃতিত্ব কোন দলের? বিস্ময় হলেও সত্যি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কোনো রেকর্ড না থাকাতে অনেকের পক্ষে হিসাব মেলানোটাও জটিল হয়ে পড়েছে। যেহেতু লিগে আবাহনী এগিয়ে আছে সেহেতু অনেকে ধারণা করে বলছেন, টুর্নামেন্টেও সর্বোচ্চ শিরোপা জেতার রেকর্ড তাদেরই রয়েছে। না, এ ধারণা সঠিক নয়। ফুটবল ফেডারেশনে কোনো রেকর্ড সংরক্ষিত না থকলেও দেশের বেশ কজন অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিক এই হিসাব যত্নসহকারে রেখেছেন। মো. কামরুজ্জামান, মনজুরুল হক, অজয় বড়ুয়া, কাশীনাথ বশাক ও দিলু খন্দকারের কাছে ঘরোয়া ফুটবলে সব ধরনের রেকর্ড রয়েছে। অবশ্য ৯০ দশকের শুরুতে ক্রীড়া সাংবাদিকতায় আসা ২/১ জনের আবার এই খতিয়ান মুখস্থ। শুধু ফুটবল নয় ঘরোয়া আসরে ক্রিকেট, হকি, অ্যাথলেটিঙ্ এমনকি সাঁতারে সব ধরনের অতীত রেকর্ড তাদেরই কাছ থেকে পাওয়া যায়। ১০০ বছর আগে ভারতীয় ফুটবলে যে কোনো রেকর্ড প্রয়োজন পড়লে ইন্টারনেটে অবশ্যই পাওয়া যায়। অথচ বাফুফে এসব কাজে ভালো পারিশ্রমিকে লোক নিয়োগ দিলেও ২০ বছর আগে দেশের ফুটবলে স্মরণীয় ঘটনা খুঁজে পাওয়া যায় না। ডিজিটাল যুগে যা সত্যিই হাস্যকর। স্বাধীনতার পর ঘরোয়া ফুটবলে লিগসহ অন্য টুর্নামেন্টের হিসাব মেলালে দেখা যায় মোহামেডানেরই সর্বোচ্চ শিরোপা জেতার কৃতিত্ব রয়েছে। বাংলাদেশে লিগ ছাড়া ৪৩ বছরে আটটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সবমিলিয়ে এক্ষেত্রে মোহামেডান ৩২ ও আবাহনী ২৭ বার ট্রফি জেতার কৃতিত্ব পেয়েছে। দুদলের ধারেও অন্য কোনো দল নেই। ব্রাদার্স-৬, মুক্তিযোদ্ধা-৪ শেখ জামাল, শেখ রাসেল ৩টি করে ট্রফি ঘরে তুলেছে। অর্থাৎ ঘরোয়া ফুটবলে এখন পর্যন্ত মোহামেডানই সেরা।