স্বাধীনতা দিবস কিক বক্সিং
শেষ হয়েছে প্রথম স্বাধীনতা দিবস কিক বক্সিং প্রতিযোগিতা। দুই দিনের টুর্নামেন্টে ৫ স্বর্ণ নিয়ে শীর্ষস্থান দখল করেছে ঢাকা জেলা। টুর্নামেন্টে প্রথম দিন ফয়সালা হয় তিন স্বর্ণের। গতকাল হয় ১১ স্বর্ণের। প্রতিযোগিতায় ১৭ জেলার ২৯ জন ছেলে ও ১৫ জন মেয়ে অংশ নেয়। ঢাকা ছাড়া জয়পুরহাট, ময়মনসিংহ দুটি করে এবং নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া একটি করে স্বর্ণ জিতেছে।
কাবাডি
শুরু হয়েছে ওয়ালটন স্মার্টফোন প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগ। লিগের উদ্বোধনী দিনে বাংলাদেশ পুলিশ ৫টি লোনাসহ ৫৪-১৪ পয়েন্টে আজাদ স্পোর্টিংকে, বিজিবি একটি লোনাসহ ২২-২০ পয়েন্টে ফায়ার সার্ভিসকে, বাংলাদেশ সেনাবাহিনী তিনটি লোনাসহ ৫১-১৭ পয়েন্টে ওয়ান্ডারার্স ক্লাবকে এবং বাংলাদেশ নৌ বাহিনী একটি লোনাসহ ২৪-২১ পয়েন্টে হারায় বাংলাদেশ জেলকে।
সুপারক্লাসিকো
বিশ্বকাপ ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা সুপারক্লাসিকোর আশা করেন মেসিদের গুরু স্যাবেলা। ফুটবল ভক্তদের জন্য এমন একটা ফাইনাল দেখা কেবল স্বপ্নই নয়, এর চেয়েও অনেক বেশি কিছু। তবে বিশ্বকাপ ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা ধ্রুপদী লড়াই দেখার সাধ ভক্তদের পূরণ হয়নি কখনোই। হবে কিনা কে জানে! বিশ্বকাপ ফাইনালে সুপারক্লাসিকো হোক আর না হোক, বেইজিংয়ের বার্ডস নেস্ট স্টেডিয়ামে ১১ অক্টোবর মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। ব্রাজিল গত দুটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে জয় পেয়েছিল। তবে লুই ফিলিপ স্কলারি দায়িত্ব নেওয়ার পর আর্জেন্টিনার মুখোমুখি হয়নি ব্রাজিল। মেসি-নেইমারদের ১১ অক্টোবরের লড়াইয়ের অপেক্ষায় থাকতে হবে ভক্তদের। অবশ্য ভাগ্যটা যদি খুব বেশি ভালো হয়, কে জানে ফাইনালেও হতে পারে সুপারক্লাসিকো!
ইনজুরড্ নেইমার
বার্সেলোনার উপর শনির প্রভাব পড়েছে! না হলে আর এমন হয়! টানা তিনটা পরাজয়ের ধাক্কায় বিশ্ব সেরা ফুটবল ক্লাবের দাবিদারদের নাভিশ্বাস। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর কোপা দেল রে কাপের ফাইনালে পরাজয়ের ধাক্কা। ক্লাব কর্তারা আদালতের দোড় গোড়ায় হাজিরা দিতে দিতে ক্লান্ত। এরই মধ্যে বার্সা ভক্তরা আরও একটি দুঃসংবাদের মুখোমুখি। ইনজুরিতে আক্রান্ত হয়েছেন ব্রাজিলিয়ান তরুণ তারকা নেইমার। অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। এর অর্থ, চলতি মৌসুমে আর মাঠে নামতে পারছেন না নেইমার! তবে বার্সেলোনা আশা করছে, অ্যাথলেটিক বিলবাও, ভিলারিয়াল, গেটাফে এবং এল্চের বিপক্ষে নেইমার মাঠে না থাকলেও শেষ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ঠিকই মাঠে থাকবেন। এদিকে জর্দি আলবাকেও চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
অনুমতি পেলেন আজমল
অবশেষে ইংলিশ কাউন্টি খেলার অনুমতি পেয়েছেন পাকিস্তানের তারকা অফ স্পিনার সাঈদ আজমল। উস্টারশায়ারের হয়ে খেলবেন তিনি। আগামী জুলাই-আগস্টে পাকিস্তান দলের শ্রীলঙ্কা সফর নিশ্চিত হওয়ায় আজমলকে কাউন্টি খেলার অনুমতি দিচ্ছিল না পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে এই বিষয়টি নিয়ে বোর্ডের সঙ্গে আজমলের কয়েক দফা আলোচনা হয়। বিস্তারিত আলোচনার পর পিসিবি ৩৬ বছর বয়সী এ তারকা স্পিনারকে ইংল্যান্ড যাওয়ার অনুমতি দেয়। তবে তা সংক্ষিপ্ত সময়ের জন্য।
ম্যাঙ্ওয়েলে বিধ্বস্ত চেন্নাই
আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে গ্লেন ম্যাঙ্ওয়েলের আগুনে দগ্ধ চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই কাল কিংস ইলেভেন পাঞ্জাবকে ২০৬ রানের টার্গেট দিয়েও জিততে পারেনি। ম্যাঙ্ওয়েলের সাইক্লোন ব্যাটিংয়ে প্রীতি জিনতার দল ৭ বল হাতে রেখেই জিতে যায় ৬ উইকেটে। মাত্র ৪৩ বলে ৯৫ রান করেন ম্যাঙ্ওয়েল। স্ট্রাইক রেট ২২১! মজার ব্যাপার হচ্ছে, অসি এই তারকার ইনিংসে ছক্কা মাত্র দুটি। বাউন্ডারি ১৫টি। ঝড়ো ব্যাটিং করেছেন পাঞ্জাবের আরেক ব্যাটসম্যান মিলারও। ৩৭ বলে খেলেছেন অপরাজিত ৫৪ রানের ইনিংস।