একই দিনে এবং একই মাঠে দু'টি দু'রকম ম্যাচ দেখলেন দর্শকরা। একটা ম্যাচে দুই ইনিংসে দুইশোর উপর রান, অন্য ম্যাচটা হলো অনেক কম রানের। কিন্তু দু'টি ম্যাচে একটা জিনিসই ছিল 'কমন', সেটা ছিল হাড্ডাহাড্ডির লড়াই।
চেন্নাই'র ২০৫ রানের টার্গেট যেমন অনায়াসে তাড়া করে জিতল পঞ্জাব, তেমনি অপর ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১৩৩ রান করলেও, শেষ বল পর্যন্ত লড়লেন শিখর ধাওয়ানরা। ম্যাচের ফয়সালা হলো শেষ ওভারে।
কঠিন পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রেখে রাজস্থানকে জেতালেন রজার পুত্র স্টুয়ার্ট বিনি। মাত্র ৩২ বলে ৪৮ রান করলেন তিনি। মেরেছেন ৪টি চার এবং ১টি ছক্কা।
এর আগে অবশ্য রাজস্থানের হয়ে শুরুটা ভালো করেন ওপেনার আজিঙ্কা রাহানে। অভিষেক নায়ার (৪), সঞ্জু স্যামসন (৩), শ্যেন ওয়াটসনরা (৩) তাড়াতাড়ি আউট হয়ে গেলেও, দলের ইনিংসের ভিত গড়ে দেন রাহানেই। এরপর জেমস ফকনারকে নিয়ে ম্যাচ বের করে নেন বিনি।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই অনেকটা নড়বড়ে দেখিয়েছে সানরাইজার্স ব্যাটসম্যানদের। অধিনায়ক শিখর ধাওয়ান (৩৮) এবং ডেভিড ওয়ার্নার (৩২) রান করলেও বাকিরা কেউই তেমন রান পাননি। রয়্যালসদের হয়ে দু'টি করে উইকেট পান ধবল কুলকার্নি, রজত ভাটিয়া এবং কেন রিচার্ডসন। বোলাররা অল্প রানে বিপক্ষকে চেপে রাখার পর ব্যাট হাতে বাকি কাজটা সারেন রাহানে এবং বিনি।