পিটার মুরস ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের নতুন হেড কোচ হচ্ছেন বলে বিবিসি স্পোর্টস জানিয়েছে। তিনি এন্ডি ফ্লাওয়ারের স্থলাভিষিক্ত হবেন। পিটার বর্তমানে ল্যাঙ্কাশায়ারের হেড কোচের দায়িত্বে আছেন।
পিটার এর আগে ২০০৭-২০০৯ মেয়াদে ইংল্যান্ড দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন। কোচ হিসেবে তখন তিনি ব্যর্থ হয়েছিলেন। তাই দ্বিতীয় মেয়াদে তিনি কতটা সফল হবেন তা দেখার বিষয়।
ইংল্যান্ড দলের বর্তমান ওয়ানডে কোচ অ্যাশলে জাইলস ও আরো ৩ জন প্রার্থীকে উপেক্ষা করে পিটারকে কোচ হিসেবে বেছে নেওয়া হয় বলে বিবিসি জানায়।