চিকিৎসক হোসে কার্লোন নোরোনহা বলেন, 'রাদামেল ফ্যালকাও হয়তবা বিশ্বকাপে মাঠে নামতে পারবেন, কিন্তু এতে তিনি ঝুঁকির থেকে শতভাগ মুক্ত হতে পারবেন না।' এই চিকিৎসক তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করেছে।
স্থানীয় সংবাদ সংস্থায় তিনি বলেছেন, 'আমি বিশ্বাস করি সে বিশ্বকাপে খেলতে পারবে। কিন্তু বিশ্বকাপের মত সর্বোচ্চ পর্যায়ের এই টুর্নামেন্টে ফ্যালকাও তার শতভাগ দিতে পারবে না।"
বিশ্বকাপে কলোম্বিয়ার সাফল্যের অন্যতম কারিগর হয়ে উঠতে পারতেন ফ্যালকাও। কিন্তু গত ২২ জানুয়ারি ফ্রেঞ্চ কাপে তিনি ইনজুরি আক্রান্ত হন এবং তিনদিন পরে পোর্তোতে তার হাঁটুর অস্ত্রোপচার করা হয়।