বাংলাদেশ দলের খারাপ অবস্থা হলো কেন?
রকিবুল ইসলাম : প্রতিটি দলেরই খারাপ সময় যায়। বাংলাদেশ দলেরও এখন যাচ্ছে। তবে আমি খুব কাছে থেকে দেখেছি সবাই অনেক বেশি পরিশ্রম করছেন। কোচ-ক্রিকেটার নিজ নিজ জায়গা থেকে সবাই সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু তারপরেও কেন যেন হয়নি। আমি বলব এটা দুর্ভাগ্য। সময়টা বাংলাদেশের সহায়ক ছিল না।
২০১১ সালের বিশ্বকাপে দলের সঙ্গে ছিলেন, ২০১৫ সালের বিশ্বকাপে কি আপনাকে আবার দেখা যাবে?
রকিবুল : আমি কিন্তু জাতীয় পর্যায়ে ধারাবাহিকভাবে ভালোই খেলছি। প্রিমিয়ার লিগে ৫৫৮ রানে করে হয়েছিলাম তৃতীয় সর্বোচ্চ স্কোরার। আর জাতীয় লিগ শুরুই করেছিলাম রংপুরের বিরুদ্ধে ১৫৮ রানের ইনিংস দিয়ে। এটি ছাড়াও আরও তিনটি হাফ সেঞ্চুরি আছে আমার। এখন নির্বাচকরা যদি মনে করেন আমি জাতীয় দলে খেলার যোগ্য সুযোগ আসতে পারে। আর যদি এবার সুযোগ পাই তবে নিজেকে শতভাগ উজাড় করে দিয়ে চেষ্টা করব।
জাতীয় দলে ফেরাটা কি এখন সময়ের ব্যাপার?
রকিবুল : জাতীয় দলে ফেরাটা এখন অনেক চ্যালেঞ্জিং। তবে আমি চ্যালেঞ্জ নিতেই ভালোবাসি। এখন সবাই অনেক ভালো ক্রিকেট খেলছে। এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে সফরের কথা বাদ দিলে গত দুই বছরে বাংলাদেশ অনেক ভালো করেছে। তবে সব কিছুর পরও আমি জাতীয় দলে ফেরার ব্যাপারে অনেক আশাবাদী। আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি, এখন দেখা যাক কি হয়?
প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ান আপনি? ইনিংসটি আপনাকে অনুপ্রেরণা যোগায় না?
রকিবুল : প্রতিটি জাতীয় লিগেই আমার ভালো একটা-দুুইটা ইনিংস থাকেই। তবে ৩১৩ রানের ইনিংসটি আমাকে সব সময় বাড়তি অনুপ্রেরণা দেয়।
ফিটনেস ধরে রাখতে কি কি করছেন?
রকিবুল : আমি নিয়মিত কঠোর অনুশীলন করি। টি-২০ বিশ্বকাপের সময় জাতীয় লিগ বন্ধ ছিল বলে আমি ইনডোরে প্রাকটিস করেছি। আর এখন তো খেলার মধ্যেই আছে। কিছুদিন পর বিসিএল শুরু হবে। আমার লক্ষ্য থাকবে সেখানেই বড় ইনিংস খেলার।