আইপিএল- এ ম্যাচ ফিক্সিংয়ে এবার মাঠে নেমেছে নারী জুয়াড়ি। তবে স্পট ফিক্সিংয়ের কেলেঙ্কারির পর এবার আইপিএলের ওপর সতর্ক দৃষ্টি রেখেছে এন্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট (আকসু)। বোর্ড ও কর্মকর্তাদের সঙ্গে সতর্ক ক্রিকেটাররাও। তারাও নেমেছেন জুয়াড়ি ধরতে।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইপিএলে ‘সন্দেহভাজন’ এক ব্যক্তির কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মরনে মরকেল আকসু কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেছেন। তবে বোর্ডের দুর্নীতি দমন শাখার পক্ষ থেকে মরকেলের ব্যাপারে কিছু স্বীকার করা হয়নি।
এর আগেও আরেকজন ক্রিকেটার সন্দেহজনক এক নারীর কথা আকসুর কাছে বলেছেন। খেলোয়াড়রা নিজেরাই এবার জুয়াড়িদের ধরতে সহযোগিতা করছেন।
দুবাইয়ে এক সন্দেহজনক ব্যক্তি নাইট রাইডার্সের এই পেসারের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করেন বলে খবর প্রকাশিত হয় কোনো কোনো সংবাদমাধ্যমে। রাজস্থান রয়্যালসের টিম হোটেলেও এক সন্দেহভাজন নারী রাজস্থান দলের খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন বলে গুঞ্জন উঠেছে। সূত্র : ইন্টারনেট