ব্রাজিলে সমস্যার শেষ নেই। জনগণ জীবন ধারণের নূ্যনতম ব্যয়ের ভারও সহ্য করতে পারছে না। এই নিয়ে আন্দোলনের কোনো কমতি নেই। কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। একে অপরকে দোষারোপ করেই চলেছে ব্রাজিলিয়ানরা। এ অবস্থায় অনেকেই মনে করছে বিশ্বকাপ বর্তমান ব্রাজিলকে একটা সমাধান এনে দিবে। কিন্তু ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো মনে করছেন, বিশ্বকাপ ব্রাজিলকে কোনো সমাধান উপহার দিতে পারবে না।
'ব্রাজিলিয়ানরা আশা করছে বিশ্বকাপ আমাদের দেশের জন্য একটা সমাধান নিয়ে আসবে। শিক্ষা, স্বাস্থ্য এবং নিরাপত্তা ক্ষেত্রে অনেক উন্নতি করবে। বিশ্বকাপ আমাদের দেশের জন্য অনেক লাভজনক বলে প্রমাণিত হবে। কিন্তু বিশ্বকাপই সমাধান নয়।' ২০০২ বিশ্বকাপজয়ী তারকা রোনাল্ডো সাও পাওলোতে এক ফোরামে এসব কথা বলেন। বিশ্বকাপ আয়োজনে ব্রাজিলের খরচ হচ্ছে ১১ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বকাপের বাজেট দিতে গিয়ে সরকার শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহন খাতে কোনো বরাদ্দ দিতে পারেনি। গত কয়েক বছরে ব্রাজিলের এসব সিস্টেম বলতে গেলে ধ্বংসই হয়ে গেছে। এসবের জন্য রোনাল্ডো বিশ্বকাপ নয়, দায়ী করছেন কর্মকর্তাদের দূর্নীতিকে। তিনি বলেন, 'স্টেডিয়াম এবং কাজের জন্য অতিরিক্ত খরচ করার বিরোধী আমি। দূর্নীতির বিরুদ্ধে আমার শক্ত অবস্থান।' এর সমাধান কি! রোনাল্ডোর মতে, জনগণই এ সমস্যার সমাধান নিয়ে আসবে। তিনি বলেন, 'আমি মনে করি জনগণ রাজনীতিবিদদের প্রতি এর আগে এমন প্রশ্ন তুলেনি কখনোই। দেশে যা হচ্ছে, তাতে জনগণ খুবই হতাশ।' বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা (১৫ গোল) রোনাল্ডোর মতে, বিশ্বকাপের কারণে সরকারকে নিশ্চিন্ত বসে থাকলে বর্তমান সমস্যার সমাধান আসবে না। এর জন্য দুর্নীতি দূর করা হচ্ছে প্রথম কর্তব্য।