রিয়াল মাদ্রিদ লা লিগায় ওসাসুনাকে ৪-০ গোলে হাড়িয়েছে। আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলেই রিয়ালের এ বড় জয় সম্ভব হয়েছে। এর ফলে ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। সমানসংখ্যক ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা ৮১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
শনিবার ঘরের মাঠ বার্নাব্যুতে খেলার মাত্র ছয় মিনিটের মাথায় সিআর সেভেনের গোলে স্বাগতিকরা এগিয়ে যায়। ডি বক্সের ২৫ গজ দূর থেকে নেয়া রোনাল্ডোর জোরালো শট আশ্রয় নেয় জালে।
খেলার ২৬ ও ৩৭ নিনিটের মাথায় সার্জিও রামোস স্বাগতিকদের লিড বড় করার সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন।
দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটের মাথায় সফরকারিরা ব্যবধান কমানোর সহজ সুযোগ পান। কিন্তু পুনালের ব্যর্থতায় এ যাত্রায় বেঁচে যায় রিয়াল। এর দু’মিনিট পরই রোনাল্ডোর জোরালো শট ওসাসুনার গোলরক্ষক রুখতে ব্যর্থ হলে রিয়াল ২-০ তে এগিয়ে যায়।
খেলার ৬০ মিনিটের মাথায় আর ভুল করনে নি রামোস। ডি মারিয়ার বাড়ানো ক্র্রস থেকে বল পেয়ে সরাসরি জালে জড়ান তিনি। খেলার ৮৩ মিনিটে স্বাগকিদের হয়ে কারভাহাল গোল করে দলের ৪-০ গোলের জয় নিশ্চিত করেন।