স্টুটগার্ট ওপেনের ডাবলসের ফাইনালে পৌঁছেছেন সানিয়া মির্জা ও কারা ব্ল্যাক জুটি। শনিবার জার্মানির অ্যান্তোনিয়া লটনার ও অ্যানা জাজার বিরুদ্ধে সানিয়া-ব্ল্যাক জুটি ৬-২, ২-৬ এবং ১০-৪ সেটে জয় পেয়ে ফাইনালে পৌঁছেন। ৭১০ হাজার ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টের ফাইনালে উঠতে সানিয়াদের সময় লাগে মাত্র এক ঘণ্টা ১৪ মিনিট।
গত মাসে ইন্ডিয়ান ওয়েলস ওপেনের ফাইনালেও উঠেছিলেন সানিয়া-ব্ল্যাক জুটি। যদিও সেখানে রানার্স আপ হয়েই তাদের সন্তুষ্ট থাকতে হয়। এবার স্টুটগার্টের ফাইনালে তারা কি করেন এখন সেটাই দেখার বিষয়।