ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোন ছুঁতে চান কেপি। প্রাক্তন ইংল্যান্ডের এই অধিনয়ক আইপিএল খেলতে এই মুহূর্তে ভারতে। আইপিএল সেভেনে দিল্লি ডেয়ারডেভিলসকে নেতৃত্ব দেবেন পিটারসেন।
চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ হারের পর ইংল্যান্ড দল থেকে বাদ পড়েন পিটারসেন। এর আগে কেপি-র টেক্সট মেসেজ বিতর্কে ইংল্যান্ড ড্রেসিংরুম উতপ্ত হয়েছিল। তৎকালীন ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ডু স্ট্রসের বিরুদ্ধে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের বিতর্কিত মেসেজ পাঠিয়েছিলেন পিটারসেন।
যদিও স্ট্রসের সঙ্গে তার কোনো ঝামেলা নেই জানিয়ে ইংল্যান্ডের ৩৩ বছর বয়সি ব্যাটসম্যান বলেন, 'স্ট্রস আমার ভাল বন্ধু। একটা সময় আমাদের সম্পর্ক কিছুটা তিক্ত ছিল।' আবার টেস্ট দলে ফেরার ইচ্ছা প্রকাশ করে কেপি বলেন, 'হতে পারে আমিই প্রথম ইংল্যান্ড ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ হাজার রান করব।'
ইংল্যান্ডের হয়ে ১০৪টি টেস্টে ৮,১৮১ রান করেছেন জন্মসূত্রে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান। এখনও পর্যন্ত ইংল্যান্ডের হয়ে টেস্টে চতুর্থ রান সংগ্রহকারী কেপি। অ্যাশেজে ভারাডুবির পর ফেব্রুয়ারিতে জাতীয় দল থেকে বাদ পড়েন পিটারসেন।