ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডি (সিআইইএস) এক গবেষণায় বর্তমান ফুটবলারদের তুলনামূলক মূল্য নির্ধারণ করেছে। সুইজারল্যান্ডভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিই বর্তমানে সবচেয়ে মূল্যবান ফুটবলার। তার আনুমানিক মূল্য ধরা হয়েছে ২২০ মিলিয়ন ইউরো (প্রাই ২ হাজার ৪৪ কোটি টাকা!)। লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর মূল্য ধরা হয়েছে ১৩৩ মিলিয়ন ইউরো। লিওনেল মেসির মূল্য রোনালদোর চেয়ে ৮৭ মিলিয়ন ইউরো বেশি!
সিআইইএস মেসির মূল্য যতই নির্ধারণ করুক, বর্তমানে মেসিকে কিনতে যে কোনো ক্লাবেরই ২০০ মিলিয়ন পাউন্ডের ওপরে খরচ হবে। এ মূল্য উঠে এসেছে ব্রিটিশ পত্রিকাগুলোয়ও। মেসির মূল্য নিয়ে এমন কাটাছেঁড়া করার কারণ আছে। দিন কয়েক আগে লিওনেল মেসি ইনস্টাগ্রামে চেলসি ক্লাবকে অনুসরণ করছেন। মেসি চেলসিকে অনুরসরণ করার পর থেকেই অনেকে ধরে নিয়েছেন, তিনি স্ট্যামফোর্ড ব্রিজে আসছেন। অথচ কয়েক সপ্তাহ আগে মরিনহো বলেছিলেন, মেসিকে কেনার সামর্থ্য নেই চেলসির! এদিকে আর্জেন্টাইন স্ট্রাইকার পাস্তোর বলছেন, মেসিকে কেনার সামর্থ্য কেবল প্যারিস সেইন্ট জার্মেইনেরই আছে।