ডার্বি সাধারণত শহুরে ক্লাবগুলোর মধ্যে অনুষ্ঠিত লড়াইকে বুঝায়। তবে ইতালিয়ান ফুটবলে ডার্বির আলাদা একটা অর্থ আছে। ইন্টারমিলান এবং জুভেন্টাসের মধ্যকার ম্যাচকে ইতালিয়ানরা 'ডার্বি ডি ইতালিয়া' নামে ডাকে। ইতালিয়ান সিরি এ লিগে এই দুই ক্লাবই সর্বোচ্চ সংখ্যক শিরোপা জয় করেছে। মঙ্গলবার রাতে সিরিএ লিগের চলতি মৌসুমে প্রথম ইতালিয়ান ডার্বি অনুষ্ঠিত হয়েছে। ম্যাচটা ১-১ গোলের ড্রতেই শেষ করেছে ইন্টারমিলান এবং জুভেন্টাস। তুরিনের জুভেন্টাস অ্যারিনাতে আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজের গোলে ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে গিয়েছিল ওল্ড লেডিরা। তবে ইকার্ডির গোলে ৬৪ মিনিটে সমতায় ফেরে ইন্টারমিলান। এরপর আর কোনো দলই গোলের দেখা পায়নি।
জুভেন্টাসের এ ড্রয়ে লাভ হলো রোমার। মঙ্গলবার রোমা ১-০ গোলে হারিয়েছে অডিনেসকে। এর ফলে ইতালিয়ান সিরিএ লিগে ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট সংগ্রহ করে রোমা দ্বিতীয় স্থানে অবস্থান করছে। মাত্র এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অবস্থান করছে জুভেন্টাস। তবে রোমা চলতি মৌসুমে জুভেন্টাসের কাছ থেকে শিরোপা কেড়ে নেওয়ার ইঙ্গিতই দিচ্ছে। ২০০১ সালের পর জুভেন্টাস, ইন্টারমিলান এবং এসি মিলানের বাইরে কোনো দলই ইতালিয়ান সিরিএ লিগ জয় করতে পারেনি। সর্বশেষ ২০০০-০১ মৌসুমে ইতালিয়ান সিরিএ লিগ 'বিগ থ্রি'র বাইরে জয় করেছিল রোমাই। রোমের এই ক্লাব ইতালিয়ান সিরিএ লিগে মোট তিন বার চ্যাম্পিয়ন হয়েছে। চলতি মৌসুমে তারা ইতালিয়ান সাবেক তারকা ফুটবলার বুড়ো টট্টির নেতৃত্বে লিগে বিপ্লব ঘটানোর ইঙ্গিত দিচ্ছে।
এদিকে মঙ্গলবার ইতালিয়ান সিরিএ লিগে জয় পেয়েছে নেপোলি। হিগুয়েনের ডাবল এবং হোসে কলিয়ন ও হ্যামসিকের গোলে ম্যারাডোনার সাবেক এ ক্লাব ৪-১ ব্যবধানে হারিয়েছে সিসেনাকে। তবে হেরে গেছে এসি মিলান। সাসুলোর কাছে নিজেদের মাঠে ২-১ গোলের পরাজয় মেনে নিতে বাধ্য হয়েছে এসি মিলান।