অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট বিগ ব্যাশে সাকিব আল হাসানের শুরুটা ভালোই হয়েছে। বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে নিয়ে জয়ের দেখা পেয়েছে মেলবোর্ন রেনেগেডস। কাল হোবার্ট হারিকেনকে তারা হারিয়েছে ৩৭ রানে। সাকিব ব্যাট হাতে ১৪ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন দুই উইকেট।
সাকিব দুইটি বাউন্ডারির সাহায্যে ১২ বলে করেছেন ১৪ রান। তবে প্রধান কাজটা করেছেন বেন স্ট্রোক। মাত্র ৩৭ বলে ৭৭ রানের সাইক্লোন ইনিংস খেলেছেন তিনি। ৮টি বাউন্ডারির সঙ্গে ৫টি বিশাল ছক্কা। স্ট্রোকের হাফ সেঞ্চুরিতে ১৬৩ রানের বড় সংগ্রহ পায় মেলবোর্ন। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২৬ রানেই অলআউট হয়ে যায় হারিকেনস। সাকিব ৪ ওভারের কোটা পূরণ করে ৩৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। প্রতিপক্ষের টিম ব্রেসনান এবং ক্যামেরন বোয়েকে সাজঘরে পাঠিয়েছেন তিনি। প্রথম ওভারেই ৮ রান দেন সাকিব। দ্বিতীয় ওভারে দেন ৯ রান। তবে তৃতীয় ওভারে মাত্র ৩ রান দিয়ে ১ উইকেট নেন। কিন্তু নিজের শেষ উইকেট ১৩ রান দিয়েছেন তিনি। এই ওভারে বোয়ে দুই দুটি বিশাল ছক্কা হাঁকিয়েছেন। যদিও বোয়েকে ওই ওভারেই আউট দিয়েছেন। মেলবোর্নের আরেক বোলার উইন্টার নিয়েছেন তিন উইকেট। তবে বোলিংয়ে কিপটেমী করেছেন রেনেগেডসের ফাওয়াদ আহমেদ। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়েছেন তিনি।