ক্রিকেটের জীবন্ত লেজেন্ড শচীন টেন্ডুলকারকে নিয়ে একটি বায়োপিক নির্মিত হতে যাচ্ছে। এতে শচীনের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন 'ক্রিকেট ঈশ্বরখ্যাত' এই তারকা নিজেই। মুম্বাইয়ের '২০০ নটআউট' নামের একটি প্রডাকশন হাউস মুভিটি নির্মাণ করতে যাচ্ছে। কোম্পানিটির কৃষ্ণ আনন্দ নামে একজন মুখপাত্র একথা জানিয়েছেন। খবর বিবিসির
শচীনের বায়োপিকটির এখনো নাম ঠিক হয়নি। ব্রিটিশ পরিচালক জেমস আরস্কাইন এটি পরিচালনা করবেন। মূলত শচীনের ব্যক্তিগত জীবনই তার বায়োপিকে প্রাধান্য পাবে। কৃষ্ণ আনন্দ নামে ওই মুখপাত্র এ প্রসঙ্গে বলেন, 'প্রধানত শচীনের ব্যক্তিগত জীবনই বায়োপিকে অগ্রাধিকার পাবে কারণ তার ক্রিকেট ক্যারিয়ার সম্পর্কে সবাই বেশ ভালো জানেন।' চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুর দিকে শচীনের বায়োপিকটি মুক্তি পাবে বলেও ওই মুখপাত্র জানান।
উল্লেখ্য, ২০১৩ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন শচীন। অবসর গ্রহণের আগে ৬৬৪টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেন তিনি। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে সর্বমোট ৩৪ হাজার ৩৫৭ রান করেন তিনি। অার টেস্ট ও ওয়ানডে ক্রিকেট মিলিয়ে রেকর্ড একশ'টি সেঞ্চুরি করেন শচীন।
বিডি-প্রতিদিন/ ৮ জানুয়ারি ২০১৫/শরীফ