বিশ্বকাপে সবসময়ই ফেভারিট থাকে দক্ষিণ আফ্রিকা। তবে একাধিকবার সেমিফাইনালে উঠলেও বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত কখনও পৌঁছতে পারেনি তারা৷ তাই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন এখনও অধরাই থেকে প্রোটিয়াদের৷ আসন্ন বিশ্বকাপ উপলক্ষে বুধবার ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করল তারা৷
গোড়ালিতে চোট থাকা সত্ত্বেও দলে রাখা হয়েছে উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক-কেG যদিও বিশ্বকাপ দলে জায়গা হয়নি বাঁ-হাতি পেসার লোনাওয়াবো সোতসোবের৷
জ্যাক কালিসের অবসরের পর দলে ভালো অল-রাউন্ডারের অভাব রয়েছে৷ তাই কিল অ্যাবট, ফারহান বেহেরদিনের মতো ক্রিকেটারদের রাখা হয়েছে বিশ্বকাপের দলে৷
দক্ষিণ আফ্রিকার চূড়ান্ত দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, কিল অ্যাবট, ফারহান বেহেরদিন, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ফ্যাফ ডু প্লেসিস, ইমরান তাহির, ডেভিড মিলার, মরনে মরকেল, ওয়েন পারনেল, অ্যারন ফাঙ্গিসো, ভারলন ফিল্যান্ডার, রিলি রুশো ও ডেল স্টেইন৷
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৫/মাহবুব