বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে মরহুম আব্দুল হামিদ চিশতী চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৫ শুক্রবার বিকালে ঢাকার খিলক্ষেত এলাকার ডুমনি চেয়ারম্যান বাড়ি মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় ডুমনী নয়াপাড়া স্পোর্টিং ক্লাব পাতিরা এফসি- কে ৩-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়।
হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন। আমিরজান হাইস্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইদুর রহমান দিপুর সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডুমনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম ভূইয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের এমডি'র সেক্রেটারী মো. মাকসুদুর রহমান, বসুন্ধরা সিমেন্টের জেনারেল ম্যানেজার খন্দকার কিংশুক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. জাফর ইকবাল, হাজী আ. আজিজ, হারুন অর রশিদ, কবির মোল্লা, হাজী আ. গাফ্ফার, হাজী হেলালউদ্দিন, হাজী বকুল বেপারী, আনোয়ার হোসেন জুয়েল, কনক তারা, অঞ্জনা বেগম, আলী হোসেন মোল্লা, সালাউদ্দিন ভূইয়াঁ, মোস্তফা মিয়া, কবির হোসেন প্রমুখ।
পুরষ্কার বিতরণ পূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, দেশ ও জনগনের কল্যাণে বসুন্ধরা গ্রুপ কাজ করে যাচ্ছে। তিনি সবাইকে বসুন্ধরার পণ্য ব্যবহারের আহবান জানান। খেলাটিতে সহযোগিতার জন্য তিনি বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান।
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর ২০১৫/ এস আহমেদ